রাগ করো না প্রেম,
বেসুর রাগে বাজলে বাঁশি-
বিধুর হবে শ্যাম!
যমুনাতে আসবে খড়া,
চৈতালিতে পুড়বে চড়া
এমন জড়া লোটবে ধরা-
লোটবে গলের হেম।
রাগ করো না প্রেম।
রাগলে তুমি অবশেষে
রাগ ভাঙাবো এমন কিসে?
নেইতো কড়ি তাজের জড়ি
আমি কালের নিঃস্ব হরি
ওগো কলির মেম,
তুমি রাগ করো না প্রেম।
ওগো, রাগ করো না প্রেম!