এইযে তোমাকে দেখছি অতনু চোখে
এইযে ভাবতে পারছি
বুঝতে পারছি
এইযে বুক থেকে বুকে
এইযে হৃদয় থেকে হৃদয়ে
এতো ফিলিংস, এতো হৃদ্যতা_
এর নাম প্রেম।

এইযে পাখিদের চোখগুলো ভরা নদী
এইযে অশ্রুপাতের রাত গুলোর নাম বর্ষা
স্হিরতার নাম মানববন্ধন
এইযে দিনভর ক্যাচাল, মিটিং-মিছিল
এইযে হাঁচি-কাশি,
অদম্য চেতনার ঢেকুর, দুর্গন্ধ_
এর নাম অশান্তি।

হে অসমৃদ্ধ চেতনার ম্যুরাল
আমাকে বারেক মুক্তি দাও
মুঠো ভরে দাও স্বীকারোক্তির কর্পূর
অকাট্য বলো_'কোথায় ঘুমুবে?'
'প্রেমে না অপ্রেমে?'