কোথাও কেউ একজন বললো
-পৃথিবীতে নাকি স্বপ্ন নেই।
এখানে ওখানে পড়ে থাকা শব
চোখে মুখে লেপ্টে থাকা ভয়
এ যেনো দুঃস্বপ্নেরই ফসল।
অথচ কেউ একজন জানে না
কেউ একজন হাত বাড়ালেই
পৃথিবীটা স্বপ্ন ফিরে পেতো,
গোধূলিটা ফিরে পেতো সমৃদ্ধ আকাশ।
দুঃখিনী বধু বুকজোড়ে ফিরে পেতো প্রেম!