কবি আর কবিতায়, লেখক আর লেখায়
ভরে গেছে পরিত্যক্ত পৃথিবী।
আজকাল
যে দিকে তাকাই শুধু কবিকে দেখি
অনাহারক্লিষ্ট ম্রিয়মান কবিতাকে দেখি
এখানে ওখানে করি কবিতার দরদাম;
দিন শেষে যাচি সভ্যতার নামে অসুন্দর!
কোনো রোহিঙ্গা বোনের দিন রাতের ফিরিস্তি
যদি অনবদ্য একটি গল্পের প্লট হয়
তবে সেই তিলোত্তমা লেখকের নামে
এসো বারেক উলু ধ্বনি দেই, নমস্য করি।
যে কবি লিখলেন সভ্যতার হিংস্রতম কবিতা
তার হাতে দেই গৌতম বুদ্ধের চিঠি
চলো চুমু দেই লজ্জায়, ঘৃণায়।
এসো কবি, আজকের জমকালো রাতে
অসলোতে চা খেতে যাই।
চলো লেখক
শেষ করে যাই রক্তের স্যুপ।
সবান্ধবে লুটে যাই
ছিন্ন কঞ্চুলি ঘেরা আহত সম্ভ্রম।