এক দিন শুধু তুমি আর আমি ছিলাম
এখানে ওখানে ছড়ানো ছিটানো ছিলো
আমাদের উচ্ছিষ্ট কিছু ছায়া।
প্রশস্ত গলির এপাশ-ওপাশ ছিলো জনশূন্য
ভাবা যায় কতো একাকীত্ব ছিলো আমাদের!
আজ ঘরের ভিতর
কিংবা চৌকাঠ পেরিয়ে বাইরেও
আমরা আর একা নই।
আমাদের ভালোলাগাহীন সময়ের জঠর চিড়ে
যে যাচিত ভালোলাগার জন্ম হলো
চলো তার জন্যে সমুদ্রে যাই।
এসো, ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হই
এতোকাল ধরে নিজেদের থাকা অনামিকার স্বত্ব।