আমি তো চলে যেতেই এসেছিলেম
আমাকে রেখে দিলে!

চোখের পাতার কাজল করে রেখে দিলে
ভ্যানিটি ব্যাগের সবচেয়ে ছোট পকেটের
ক্রুর জিপারের রানার করে রেখে দিলে।
রেখে দিলে নিষ্প্রয়োজনের প্রয়োজন করে ।

আমি তো চলে যেতেই এসেছিলেম
আমাকে রেখে দিলে
পাজামার রুদ্ধ ফিতে করে রেখে দিলে
মেখে নিলে তোমার মাড়ির লালে_
ঠোঁটের স্নিগ্ধতায়,  চোখের মুগ্ধতায়।

একটি সুশ্রী ও প্রসন্ন নারীমুখ দেখবো বলে
গণিকাদের ভিড় ঠেলে সন্ধায়
ঠিক চলে যেতেই এসেছিলেম
অথচ..., রেখে দিলে!
রেখেই দিলে!