এইখানে,
রাইত নামার আগেই ঘোর আন্ধার নাইম্যা আহে!
রাইত নামার পরেও ঘোর আন্ধার নাইম্যা আহে!
বাইরের আন্ধার ভিত্রের আন্ধার মিল্যামিশ্যা
নিকষ থেইক্যা নিকষ আন্ধারে জমাট বাঁন্ধে!
আমাগোর বাইর থেইক্যা ঘরে
আমাগোর ঘর থেইক্যা বাইরে
শুধুই আন্ধার আর আন্ধার!

আমরা মানুষ জইন্মের পর থেইক্যাই
যাই দ্যাহি আন্ধারেই দ্যাহি!
যাই খাই আন্ধারেই খাই!
আমারা নিত্যনৈমিত্তিক আন্ধারেই
যাবতীয় আকাম-ওকাম কইরা
আন্ধারেই ছেঁদো হ্যাডাম দেহাইয়া হাঁডি!


আমরা আর তেমন কিছুই পারি না
আন্ধারেই জন্ম নিবার পারি, জন্ম দিবার পারি!