তেমন কিছুই করি নাই
না বুইঝা-সুইজা প্রেম কইরা ফালাইছি।
গভীর প্রেম
এ-প্রেম কঠিন প্রেম, জড়াজড়ি প্রেম
হাঁড়ি-পাতিলের টোকাটুকি প্রেম
চোখাচোখি আবেগের তারুণ্য ছাইড়া
এ-প্রেম এখন মধ্য যৈবনের ঝুঁকাঝুকি প্রেম
হুতাহুতির-ঠোকাঠুকির প্রেম।

আহ্ বেহুদ্দা!
তোমার-আমার পিছনের অনুজ প্রেমগুলো
সকাল-বিকাল শিৎকারের আওয়াজ তুলে।
দ্যাখো না?

হুডতুলা রিকশা থেকে নামে কচি কচি প্রেম
অনুচ্চ বুক ও বুকের উল্লম্ফন, উঞ্চ ও ঘন শ্বাসের
পুরুত্ব মাপে আবাসিক রুমের মূল্যমান।
এ-প্রেম উদ্দাম প্রেম, উন্মাদ প্রেম
নো-কেয়ার, ডো-ফুর্তি টাইপ প্রেমে পইড়া
ওরা লোকাল বাসের জ্যামেও চুম্বন করতে শেখে !

কী আর করবো
ঘর বাঁধবো বলে ক্রিপ্টো-ট্রেডিং শিখছি
আয়ত্ব করছি নগরঘন্টের দরদাম!
আজকাল আর শিখতে পারছি কই!
এ-প্রেম ঊর্ধগতির প্রেম
এ-প্রেম উঠা-নামার প্রেম
নামা-উঠার আঁচড়সমেত
সাপের মতো লম্বা চুতার প্রেম লইয়া
আমাদের পিঠে সংসারে টেকার খরচাপাতি বই।

যে প্রেম অভুক্ত বা উপোসের প্রেম
এমন জরাজীর্ণ উসকোখুসকো প্রেম রাইখা
তুমি তালাবদ্ধ করে এসো ঘর।
এ-প্রেম সংগ্রামের প্রেম, সংঘাতের প্রেম
উঁচু-নীচু, জাত-বিজাতের প্রেমে মইজা
এই মরার শহরেই-
এই মরার মতো শহরেই জাইগা থাকি রাতে।
এদিকে টিসিবি'র লাইনের অর্ধ উথিত যৈবন
দুপুর-ফেরত ঘামে ক্যামন নেতাইয়া নেতাইয়া আসে!

আহ্ প্রিয়! অনেক তো বুকের রক্ত খাইলা
এইবার একটু মাথাপিছু আয় বৃদ্ধির নগরে
রোঁদ-বৃষ্টির ঋজু লাইনে দাঁড়াইয়া
পৃথিবীর ঘামে ভেজা আয়ুর বৃদ্ধি খাও!
এসো, সমৃদ্ধি খাও, সমৃদ্ধি...