বেঁচে থাকতে হয় বলেই এই বেঁচে থাকা
এই পথচলা, কান্না-হাসি, থিয়েটার-নাটক
একই ছাঁচে গড়া রোজকার জীবন-যাপন,
বেঁচে থাকতে হয় বলেই।
রোজ ভোরে অতৃপ্ত ঘুম ভেঙ্গে উঠে
ব্রাশে পেস্ট লাগিয়ে ব্যস্ততম পায়চারি
অফিসে যাবার তাড়া, নাগরিক কোলাহল
পোঁ-পোঁ, ক্রিং-ক্রিং...
বেঁচে থাকতে হয় বলেই।
রোজ বিকেলে ঘরহীন ঘরে ফিরে
একটি-দুটি টবের শশ্রূষা
ছোটোখাটো কিছু দায়িত্ব পালন
প্রত্যুষে প্রস্ফুটিত কিছু ফুলের সুভাস
খঁসে পড়া পাঁপড়ির জন্য মমত্ববোধ
বেঁচে থাকতে হয় বলেই।
শাহবাগ এভিনিউতে সকাল-দুঁপুর জ্যাম
প্রেসক্লাবে রাত অবধি মানব বন্ধন
সহরাওয়ার্দী উদ্যানে জনসভা, শাণিত ভাষণ
টি,এস,সি'তে শ্লীলতাহানীর লজ্জা
নাম না জানা ষোড়শীর বিদীর্ণ চিৎকার,
বেঁচে থাকতে হয় বলেই।
বেঁচে থাকতে হয় বলেই এই সংগ্রাম
এই সন্ন্যাস, এই বৈরাগ্য!
মানুষ, জীবন ও বেঁচে থাকার এ প্রহসন
শুধু বেঁচে থাকতে হয় বলেই।