কেউ তো পাবে না প্রাণের পরশ
পাবে না কি কেউ?
পাশাপাশি থাকা দেহটি সরস
পায়নি তো সেও।

শুধু চেয়ে থাকা সকাল-দুঁপুর
চোখে আশা নেই,
সুখ খোঁজে নেয় নিথর-নূপুর
বেঁচে থাকাতেই।

আমার তোমার সাধের জীবন
নেই কেন তার?
ঘানি টানার এ করুন লিখন
ললাটে যাহার।

আমি দেবো ছাড়, তোমারো ছাড়ার
পনটুকু চাই।
পিছু ফিরে দেখি হৃদয় হারার
সব পুড়ে ছাই!

তার বা তাদের বিধবা সময়
এমনি করেই...
নিলামে উঠাবে কামুক-প্রণয়
নিজের ঘরেই!