আমি এই নগরায়ণ চাই না, আমাকে-
ফিরিয়ে দাও একান্নবর্তী গ্রাম, মেঠোপথ
আমার শ্যামল কৈশর ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও আঙুল নিংড়ানো জল।
আঁধারে আলোর জোনাক ফিরিয়ে দাও,
ছেড়া ময়লা হাফপ্যান্ট, ভাঙ্গা লাটাই
ফিরিয়ে দাও ডাকনাম, লিকলিকে পাজর।
ভেন্না-ডগার বাঁশি ফিরিয়ে দাও
প্রজাপতি-রং হাসি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও আদুল-গা, সুশীতল ছায়া।
আশ্বিনের উচ্ছ্বল নদী ফিরিয়ে দাও
ছেড়া বই-খাতা, স্লেট-পেন্সিল
ফিরিয়ে দাও অসম প্রেম, সূষমা আলোর চুমু।
রোদে ভেজা দিন ফিরিয়ে দাও
ডাহুক ডাকা রাত ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও গোধূলি সন্ন্যাস, বিবাগী জোছনা!
এ নগরায়ণ তোমাকে দিলাম, আমাকে
ফিরিয়ে দাও প্রসূতি মাঠ, যুবতী ফসল
আমার আপন ভুবনটাকে ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও সবুজে লালিত জীবন।