কেউ কেউ সবকিছু বেশি পায়
কেউ কেউ বেশি পায় প্রেম!
রাতের নির্জনতা বেশি পায়
নিটোল বুকের স্পর্শ বেশি পায়
বেশি পায় আর্দ্র ছায়া, নবাগত শীতের আমেজ।
দীঘল কালো যাজক রাতের স্বপ্ন
কিংবা মধ্য গগনে ঝুলে থাকা
উদাস পূর্ণিমার বামপন্থী চাঁদ, জ্যোৎস্না
-কেউ কেউ বেশিই পায়।
কেউ কেউ বেশি পায় রূপালী সংসার
ঘটিবাটি, নাকে জমা ঘামসমেত বউ!
পুকুর ভরা মাছের উচ্ছ্বাস বেশি পায়
গোয়াল ভরা গরুর উৎপাত বেশি পায়
বেশি পায় বর্ধিত ফাল্গুন, ভ্রুমরার ধ্রুপদী গান।
অথচ, যার পেটে আজন্ম ক্ষুধা
সে তেমন কিছুই পায় না!
কাছে থাকার স্পর্শ পায় না, ঘুচে না
দূরে থাকার অনিঃশেষ প্রতীক্ষা।
একটি দুটি প্রজন্ম পেরোবার পর
বড়জোর এক-দের দশক বার্ধক্য পায়
বরঞ্চ আরো কিছু বেশি পায়
সাদামাটা একটি বার্ধক্য-জীবন।