অস্ত্রবিরতির পর পূনঃ মৃত্যুর ক্যানভাস জোরে
হ্যান্ডশেকেও চুলকে উঠে বন্ধুপ্রতিম আঙুল।
সংখ্যাগরিষ্ঠ বুকের উত্তপ্ত কঞ্চুলী টেনে
গোলটেবিলের সম্ভ্রম ও গ্রুপ ফটোগ্রাফে
উপচে পড়ে ফ্লাশলাইটের ধৃষ্টতা ও জৌলুশ।
ত্রিকালজ্ঞ মানুষদের রুগ্ন-নিথর স্বপ্নগুলো
তীক্ষ্ণ দৃষ্টি মেলে হাঁটতে যায় টার্টল বে,
শান্তির পায়রাগুলো ম্যানহাটনের বার্তা নিয়ে
বর্ষাতি হাতে দাঁড়িয়ে থাকে প্যালেস্টাইন!
তবুও, ভাঙ্গাচোরা আটপৌর দিনদুপুরের
নৈর্ব্যক্তিক ঠোঁটের কোনে এখনও সন্ধা নামে।
রাতবিরেতে নির্বান্ধব যৌবনের কান্না সয়ে
নিতম্বের নিটোল ও মসৃণ দেয়ালজুড়েই
লেপ্টে থাকে কামাসক্ত প্লাজোর দৈন্যতা।
'আহেদ তামিমি'দের বেঁচে থাকার মতো
রোজকার দু-একটি দুঃস্বপ্ন পেড়িয়েও
দখলদারির ফিরিস্তি খুঁজে মানচিত্রের সম্ভার।
এমনও হয়! আজকাল এমনও হয় বলেই
চাঁদের দীর্ঘ আলোয় আপাদমস্তক পাল্টে যায়
সন্মিত্র বেলকনিতে ঝুলন্ত টবের দৃশ্যপট।
নতজানু পৃথিবীর স্থুলকায় জরায়ুমুখ ঘেষে
জলের বুকে নেমে আসে অপুষ্ট আকাশ।
বীর্যবাদলে জরুরি অধিবেশন ভেস্তে গেলে
পশ্চিম তীরে বেঁকে বসে দ্রাঘিমারেখা।
পুরোনো অসুখে ভোগে ঘোষিত আশ্বাসগুলো
তেলআবিবে আটকা পড়ে_আয়রন ড্রোমে।