কেন তুমি, কেন তাঁরা নয়?
আমি জানি সব জানি
-মৃন্ময় প্রাণগুলো মানুষের-ই হয়।
বেদনার বঙ্কিম চাহনিতে
ঝড় উঠে হৃদয়ের দরজায়
কড়া নেড়ে বারেবারে বর চায়।
উদীচী আলোর ঘ্রাণ
তাঁর থেকে তাঁহাদেরই ঘরে
অহর্নিশি ভ্রম নিয়ে খেলা করে।
কেন তুমি, কেন তাঁরা নয়?
ওগো, জানি সব জানি
-ব্যথাতুর মনগুলো মানুষের-ই হয়!