তোমাকে প্রথম দেখার পর থেকে
সবার বিহ্বলতা বেড়ে গিয়ে
কী যে হচ্ছে_তা আর মানুষ জানে না।
তোমাকে দেখার পর থেকে
সবার বিহ্বলতা; সবকিছুতেই উৎকণ্ঠা
কী যে হচ্ছে_তা মানুষ জানে না।

আজকাল মানুষের এক চোখ থেকে
অন্য চোখের দূরত্ব বেড়ে যাচ্ছে!
বেড়ে গিয়ে এক চোখ থেকে
অন্য চোখের দূরত্ব_কী যে হচ্ছে
আর কী যে হয় নাই, তা কি জানো?
তুমি আলবৎ জানো না।

তোমার বহুমাত্রিক প্রেমের দেহ
অহেতুক আশকারায় পুড়ে যাচ্ছে!
বহুমাত্রিক প্রেম_অহেতুক আশকারা
তোমার বুক ও তার মালচে লুকিয়ে
যা হওয়ার কথা ছিলো_হয় নাই
তার কিছুই এখনও বিকাশমান নয়।

চোখের সব চেয়ে কাছের জানালা থেকে
সবচেয়ে দূরের জানালার দৃশ্যায়ন
সরলরৈখিক আলোকচ্ছটায় ডুবে যাচ্ছে!
কাছের ও দূরের জানালার দৃশ্যায়ন
সরলরৈখিক আলোকচ্ছটা_সবই পাচ্ছে
মানুষ শুধু তোমাকেই পাচ্ছে না!