আমাকে তোমার মতো হতে দাও,
যেমন হলে চুপ করে থাকা যায়
সহ্য করা যায়, পুরদস্তুর ধৈর্য্য ধরা যায়
কিংবা শক্ত মুখে বলে দেওয়া যায়- না!

আমাকে তেমন হতে দাও,
যেমন হলে কোনো নীড়হারা পাখির জন্য
আমার আর কান্না পাবে না।
যেমন হলে ছেড়ে যাওয়া হাতের জন্য
বাড়িয়ে থাকবো না করুন আহত হাত।

যেমন হলে আমি আর দুঃখ পাবো না
আমাকে তেমন হতে দাও।
আমাকে কঠিন হতে দাও, মুক্ত হতে দাও
শান্ত কিংবা অশান্ত হতে দাও
স্রোতের মতো ক্ষীপ্র হতে দাও।

বরঞ্চ, আমাকে তোমার মতো হতে দাও
মাটির সুধা গন্ধ শুঁকে আমি নিদ্রা যাবো
অতঃপর ভুলে যাবো
এক জনমের শতশত পরিচিত মুখ
শান্ত ,অবনত কল্যাণী সব অবয়ব!