যে তোমায় শৃঙ্খলিত করেনি
তার কাছে কিসের মুক্তি চাও?
যার নেই গর্ভধারণের ক্ষমতা
কীভাবে শুনবে তার প্রসব ব্যথার চিৎকার?
তোমার অসুখ দুঃখ করে বাঁচা
তোমায় তবে কোন সুখে করবো আহ্বান?
আমাদের পদতলে মৃত্তিকাও সুখে নেই,
এটুকু বুঝতে পারার ক্ষমতাই সুখ।
অথচ তুমি
আকাশের বুকে পা ফেলে হাঁটতে চাও
যাবতীয় শীতলতম মেঘের স্পর্শে
করতে চাও উত্তাপহীন বসবাস!
বুঝতে চাও না হিমাংকের নিচের হিম
চৈতালি দাবদাহের চেয়েও দুঃখী।
যে ঘরের রুদ্ধ নয় দ্বার
সে ঘরের কোথায় ভাঙবে তালা?
দুঃখ করো না, শান্ত হও, বরঞ্চ বাঁচো
বেঁচে থাকার চেয়ে সুখ নেই।