আমার আছে একটি খড়া নদী,
প্রেমের জল বইতো সেথা যদি-
সেই জলেতে মায়া-নোঙর ফেলে,
ডুবে যেতাম অথৈ গহীন তলে।
আমার বুকে লাখো চাঁদের বাস,
যদি সেথায় উড়তো মেঘের ঘাস।
সেই ঘাসেতে ভুলিয়ে আঙুলগুলি,
মুছে নিতাম যাতনায় রাঙা তুলি।
আজ সে নেই, নেই তো কিছু আর
সুখ-নদী হলো কষ্টের পারাবার।।