বসত-ভিটার পাশে খোলা হাওয়ার মাঠ থাকা ভালো
তেমনি তোমার বাহু-পাশেই থাকা ভালো আমার আলয়।
কেনো তুমি পথ হারাবে? কেনো থাকবে না তোমার খামের পিঠে লেখার মতো একটি ঠিকানা?
যেথায় ঝুলন্ত দুপুরে ডাকপিয়ন এসে দিয়ে যাবে
অকল্যান্ড থেকে আসা চিঠি।

তুমি আমার কাছে আসো।
যে মঙ্গল তোমায় করতে চায় মহীয়সী
তা আমাকে দাও; আমি তাই কল্যাণীয়া বিকেলে
মায়ের হাতের শেষ বালাটি চেয়ে নিয়ে আসি
বিক্রি না করে জলে ফেলে দিই, কায়মনে চাই
আর কভু বিবেকের দ্বন্দ্ব না হোক
না পড়ুক আর রাখাইনের বুকে বোমা
রোহিঙ্গা রমণীর বুক অক্ষত থাক।

প্রতিটি বিবেক একেকটি জাতি যদি হয়
তারও আছে একটি পোক্ত ইতিপূর্ব ইতিহাস
খোঁজে না পেলে অতিপূর্ব ঘটনার ব্যবহারিক পাঠ
যাদুঘরে ঝুলিয়ে দাও ডাকঘরের তালা;
বিদ্বেষের তীর ফেলে পিছিয়ে যাও
সামান্য দু-কদম অতীতে আমার কাছে আসো।

আমি কোনো ভবিষ্যত-বক্তা নই,
তবু ভাবতে পারি এখানেই নিহিত তোমার পরিপূর্ণ কল্যাণ।
ভগ্ন দেবালয়ের শোকে আর কান্না নয়
হাসিমুখে তাকাও, তুমি এবার আমার কাছে আসো
ওই আকাশে জঙ্গী-বিমানের জ্যামে
তুমি যদি হাত না বাড়াও তবে
মধ্য-প্রাচ্যের বুকে মুহূর্মুহূ ধ্বসে পড়বে খুন!