নিজের কথা বলব কাকে?
দেয়াল কাঁপে গভীর রাতে
                     আর্তনাদে...
মুষড়ে পরে মন যে আমার
একটি শ্রোতার অভাববোধে।
বক্তা হতে ব্যস্ত সবাই,
বলতে কথা
          ফন্দি এঁটে
                 আখের গোছায়।
আমার কথা ওদের শোনার
                  সময় কোথায়?
পয়সা-খ্যাতি নেই তো আমার,
দুধের মাছি কেউ ভিড়েনা
                  এই বাড়িতে।
মুখের কথা মুখেই থাকে
                 আটকা পড়ে...

নিজের মনে করব কাকে?
জনস্রোতের এই সাগরে
মানুষ তুমি কজন পাবে?
কেউ বা জিভে চাটছে মাখন,
কেউ বা দাঁতে বসায় কামড়
    কোমল মনের মানুষ পেলে।
নিজের কথা বলব কাকে?
ছদ্মবেশী নেকড়ে ঘোরে
                 চারপাশেতে...
আড়াল করে মিথ্যেকথা
মিষ্টি বাণীর বিজ্ঞাপনে।