পরনে রক্ত শার্ট
  মেঘের কলার,
বোতাম দ্বন্দ্বে মাতে
  লাল আর সাদার।

হৃদয় পাথর হলো
  পেটায় কামার...
অভিমান জমে গেলে
  থাকে কি বলার?

শব্দ ফেলছে ছ্যাপ
  শখের খাতায়,
চোখের কোণায় জল
  ভেজায় আমায়।

খদ্দের ফিরে যায়
  দোকান খালি,
আমার পণ্য আজ
  তোমার ধূলি।

পাখিসব ডাকাডাকি
  বাড়ি ফেরে তারা...
সময়ই তো চিনে রাখে
  বন্ধু যে কারা।