ঘড়ির কাঁটার টিক টিক শব্দগুলো
ঘষে ঘষে মুছে গেছে অভাবের দিন
এখন শেষ থেকে শুরু হয় বার বার
অচেনা ঠোঁটপথে চুম্বনের কাফেলা,
পর্দা জুড়ে কাশফুল উড়ে-
ঘরভরা শীৎকারের বৈধ নাঁচে।
ঘুমগুলো ছুটে এলে মাঝরাতের পরশে
বিনিদ্র স্বপ্ন ঘোরে পাথরের শিথানে,
আধুলির আস্তর খসে পড়ে শরীর থেকে
স্বপ্নের বানান ভুল, অক্ষরে অক্ষরে বাঁধে সংঘর্ষ।
তা দেখে
চোখমঞ্চে জমে উঠলে জলের কোরাস
দূরে বসে কে যেন দেয় করতালি প্রচুর!