বলি শুনো বাতাসেরও সমর্পণ পাইনি কখনো,
শুনেছি সকলেই পেয়েছে এই শহরে,
ত্বকে যাদের শুয়ে থাকে বিষধর সাপ
বাতাসও ছুয়েছে তাদের আকালিক ভোরে,
যেদিন প্রথম এসেছিলাম কোথাও মানুষ দেখিনি,
দেখেছি শ্বাপদের আঁচড়ে রক্তাক্ত ঘুমন্ত শহর
হঠাৎ সেদিন দেখেছি এক মানুষ, নিরহংকার
শেষে একমাত্র তাকেই কাঁদতে দেখেছি এই শহরে।
কোথায় আর যাবো, কোন হেমন্তের গ্রামে!
সব কবিতাই যে আজ কবির ধর্ম মানে।