হে বেসুরা হুইসেল! বহুকাল পর এসে
তুমি আর অতর্কিত ডেকে উঠো না আজ,
তুমি ডাকলেই অলস জংশনে ভেঙ্গে যাবে রাতের আসর
একে একে ছেড়ে যাবে বগির চিত্রল দেহগুলো
দস্যি বাতাসে শুরু হবে নির্জন বিলাস,
বেঘোরেই মরে যাবো অচেনা এই বন্দরে।
ডেকো না! ডেকো না!
আঁধার আঁচড় কেটে দেয় স্বেদ শরীরে,
অদৃশ্য থেকে উঠে আসে বাতিল শহর
নেই প্রহরী, রঙ্গিন ফটকে সাঁটা জালের বিছান।
রাতের শরীরে শুয়ে থাকা ঘুন বিলাপে
কবিতার পড়া ভুলে নেই ক্ষুধাতুর ঘ্রাণ!