সন্ধ্যা ছাড়া নিঃসঙ্গ
যেমন থাকে রাত,
তেমনিভাবে আমি থাকি,
যখন তুমি না ধর আমার হাত।।।

পালক ছাড়া যেমন পাখির  
ডানা থাকে দুর্বল,
তুমি বিনে তেমনি আমি
হয়ে যাবো নিশ্চল।।।

জল ছাড়া শরীর যেমন
বাঁচিতে নাহি পারে,
তুমি হীনে জীবন আমার
সামনে নাহি বাড়ে।।।