তুমি আমার আতঙ্ক
সারা জীবন জুড়ে,
শিরায় শিরায় মিশে আছো
সর্বাঙ্গ ঘিরে।।।
তোমার ভাগ কখনো কাউকে
দিতে পারবো না,
তেমন কিছু হলে আমি
জীবন রাখবো না।।।
তোমার মাঝে অন্য কারো
ছায়াও যদি পড়ে,
সহ্য করতে পারবো না আমি
যাবে বুক চিড়ে।।।
নিজের জীবনের সবটুকু সুখ
তোমায় দিতে চাই,
তোমার জীবনের সকল দুঃখ চিরতরে
নিজ মধ্যে যেন সদা ধারণ করতে পাই।।।
সমগ্র জীবন জুড়ে আছো
স্পর্শকাতর হয়ে,
কারো নজর পড়লে তোমার ওপর
আমার সুখ চলে যাবে ধেয়ে।।।
জীবনের রাঙা প্রভাত তুমি
নতুন দিনের আশা,
তোমায় নিয়ে বাধবো আমি
আমার মেহনতি বাসা।।।