আমি তোমার মতো একটা তুমি চাই
যার ভেতরে নিজেকে খুঁজে পাই।
যার মনেতে নেই কোনো কালীমা
জুড়ে থাকে শুধু স্বর্গের নীলিমা।

আমি তোমার মতো একটা সে চাই,
যার ভিতরে নিজেকে খুঁজে পাই,
যার মনেতে কোন হিংসা নাই,
নিজেকে আমি তাহাতেই সপিতে চাই।

আমি তোমার মতো একটা তুমি চাই,
যার কাছে শিশু হওয়ার সুখ পাই,,,
যার ভেতরে কোনো ক্লান্তি নাই,
তাইতো তো আমি তোমাকেই ভয় পাই।