শেষ বিকেলের পড়ন্ত বেলা
যখন বসে আমি একলা,
সময় করিয়ে দেয় স্মরণ
তুমি করো মোর হিয়াতে খেলা।।।

প্রজাপতির রঙিন ডানা
স্বাধীন ভাবে খেলা করে,
তোমাতে আচ্ছন্ন হয়ে আমি
ডুবে থাকি তোমা তরে।।।

পড়ন্ত রোদের মৃদ্যু আঁচে
সারাঅঙ্গ দেয় ছেড়ে,
মৃত্যু অবধী যেন, বাঁচিতে পারি আমি
তোমাতে ঘিরে।।।