রঙিন স্বপ্নের হাতছানি
ঘিরে রয়েছে জীবন জুড়ে,
কারো স্বপ্ন চাকরী করা বড়ো অফিসে,
আবার কারো, দাড়িয়ে থেকে আড্ডা মারা পাড়ার মোড়ে।।।
স্বপ্নপরীর কল্পনা করা
বেঁচে থাকা তাকে ঘিরে,
কারো স্বপ্ন, ক্ষণিকের পাওয়া,
কারো স্বপ্ন, বেঁধে রাখা সারা জীবনের বাঁধন ডোরে।।।
অর্ধাঙ্গী করার মানুষটিকে
বেঁধে নিতে চায়/চাই জীবন জুড়ে,
কারো স্বপ্ন যান্ত্রিক বধু,
কারো স্বপ্ন, ঘিরে রাখা, সঙ্গে থাকা, সারাটি জীবন ধরে।।।
সুখের হাতছানি স্মরণ করায়
রবে না সুখ সারাজীবন,
সকল ব্যাথা, সকল দুঃখ পরিধান করে
সুখী করতে পারি যেন, তোমার ভুবন।।।