আকাশের সবটুকু নীল আমি ধার চেয়েছি,
কারণ তুমি নীল ভালোবাসো বলে।

অরণ্যের কাছে আমি তার গভীরত্বের ভাগ চেয়েছি,
কারণ তোমার পবিত্রতা, তার চেয়েও গভীর।

অন্ধকারকে আমি অনুণয় করেছি,
যাতে সে কখনোই তোমার আশেপাশে ভুলেও না আসে,
কারণ তুমি অন্ধকারকে ভয় পাও।

কষ্টের সাথে আমি বিদ্রোহ ঘোষণা করেছি,
যাতে সে তোমার দিকে আমরণ নজর না দেয়,
কারণ তুমি সহ্য করতে পারবে না বলে।

আনন্দ ও সুখ দুইয়ের কাছে আমি
ভিক্ষা চেয়েছি,
সারাটি জীবন যাতে তারা তোমায়
সঙ্গ দান করে,
কারণ তুমি সুখের ভাগ্যোশ্রী।।।

সর্বসাকুল্যে সকলের কাছে
আমার সকল অনুণয়, বিদ্রোহ,
আমন্ত্রণ প্রদক্ষিণে,,,

সারাটি জীবন সুখে থেকো,
শান্তিতে থেকো, ভালো থেকো,,,

এই মোর হৃদয়ের আকুল প্রার্থণা
বিধাতার কাছে,,,
তোমার পবিত্র জন্মদিনে।।।