রঙধনু মাঝে মাঝে
গগণে উদয় হয়,
তাই বলে তার মোহে পোড়ো না।
গগণকে কিন্তু সারাজীবন সেই
সাধারণ সাদা রঙকে নিয়েই বাঁচতে হয়।

ক্ষনস্থায়ী বিচরণ যেমন
রঙধনুরই প্রভাব,
সেই রকমই মোহে পরা
মানুষেরই স্বভাব।