প্রয়োজনের পশ্চাতে ছুড়ে ফেলে দাও, দাও।
তুমিও একদিন বুঝবে,
সেদিনও তুমি ভাববে।

কিন্তু প্রকৃতি তখন বুঝবে না,
একাকীত্ব হবে তোমার শত্রু।
পৃথিবী হবে নরক,
কিন্তু আমি শুভাকাঙ্ক্ষীই থেকে যাবো।
কারণ আমি তো প্রেমিক, তাই নয় কী....???