ঈশ্বর তাকে তৈরি করেছে নিজের হাতে,
দিয়েছে নিজের মনের সবটুকু মাধুরী।।।
কেশ যেন তার সীমাহীন শোভা,
নয়নজোরা তার, অতন্দ্র প্রহরী।

চোখের পাপড়ী ময়ূরের ন্যায়
উজ্জ্বলতর সমাহার,
ঠোঁট যেন তার, স্বর্গের দ্বার
কর্ণ যে তার অলংকার।।

দন্তদ্বীগে দুর্লভ সুখ
নাসিকা অগ্রে সুসময় সম্ভাষণ,
কপাল যেন তার লক্ষ্মীমন্ত্রা
হাঁসিতে তাহার পূর্ণ শিহরন।।।

বর্ণনাসিদ্ধ পূর্ণ মুখমন্ডল
বিধাতার এক মহান দান,
হে সমগ্র ধরিত্রী রক্ষক
জীবনভর রেখো তাহার সুখময় সম্মান।।।