সুচন্দনা বদনখানি
চন্দ্রোজ্জ্বল আখি,
গভীর তিমির সময়কালেও
বিভোর হয়ে দেখি।
আকাশের ন্যায় হৃদয় তাহার
বায়ুর ন্যায় ভাবনা,
সমুদ্রের ন্যায় অটুট সে যে
বাধ্য চির যৌবনা।
পবিত্রতা তার সবুজের ন্যায়
ক্ষমা দৃষ্টতা অসীম,
সান্ত্বনা তাহার একাগ্রচিত্ত
বিবেচনা তাহার সসীম।
বাহুদ্বয় তাহার দশভুজা
বিচার সর্বসম,
পদদ্বয় তাহার লক্ষ্মীসুলভা
সচিত্রকোমল তম।।।।