বৈশাখের ঝড় তুমি
জ্যৈষ্ঠের রসালো ফল,
কখনো তুমি হইয়ো না গো
আমার চোখের জল।।।
আষাঢ়ের কদম তুমি
শ্রাবণের বৃষ্টি,
নতুন নতুন আশাগুলো
জীবনে করো, সবসময় সৃষ্টি।।।
ভাদ্রের প্রখর তাপ তুমি
আশ্বিনের জলপদ্ম ফুল,
জীবন গাছের অনুপ্রেরণা হইয়ো
অগ্র থেকে তৃণমূল।।।
কার্তিকের আমন ধান তুমি
অগ্রহায়নের নবান্ন উৎসব,
পরিবারকে রেখো তুমি
সদা হাসি, সদা কলরব।।।
পৌষের পিঠা-পায়েস তুমি
মাঘের তীব্র শীত,
ভুল করেও কখনো যেন
না হও আমার অতীত।।।
ফাল্গুনের কোকিলের ডাক তুমি
চৈত্র্যের প্রখর খড়া,
অসম্ভব হবে জীবন ধারণ
মহারাণী তোমাকে ছাড়া।।।
জীবনের ষার তুমি
হৃদয়ের সর্বোচ্চ মান,
তুমি আমার ষড় ঋতুর
দ্বাদশ উপাদান।।।