বির্স্তীর্ণ মরুপ্রান্তরের অবলীলায়
একটুখানি সুখের হাতছানি তুমি।
কিন্তু সেই সম্মানটুকুকে গ্রহণ করতে
তোমার বেজায় অমত,
আর সেটাই তোমার সীমাবদ্ধতা, আমার ব্যর্থতা।
আমার ব্যর্থতা হয়তো একদিন শেষ হয়ে যাবে,
কিন্তু তোমার সীমাবদ্ধতা
তোমাকে তোমার সম্মানটাকে
পরিপূর্ণভাবে রূপ দিতে সাহায্য করবে কিনা,
সে বিষয়ে আমার সন্দেহ হয়।।।
তার কারণ আমার চেয়ে বেশি ভালো
তোমাকে আর কেউ বাসতে পারবে না,
এই আমার বিশ্বাস।
এই আমার সংশয়।।।