বানের জলের স্বাধীনতার
নেই যেমন কোনো সীমাবদ্ধতা,
সারাজীবন থাকে যেনো সে (মহারাণী)
ধারণ করে তার সকল সফলতা।।।
পাহাড়ের কান্নার যেমন
নেই কোনো বাঁধা,
কখনো যেন থাকে না তার (মহারাণী) জীবনে
এতটুকু, বিন্দু মাত্র কাঁদা।।।
আকাশের মেঘের যেমন
নেই কোনো প্রতিদ্বন্দ্বী,
সারাজীবন কাটাতে চাই তার (মহারাণী) সাথে
করে আমি সন্ধি।।।