হৃদয়ের ব্যাকুলতা নিঃসঙ্গ নীলিমায়
মন শুধু বলে যায়,
সে যেন হারায়
সমুদ্রের অতল সীমানায়।।।

হৃদয় পেতে চায় না
হারানোর সুখ,
শুধু সে পেতে চায়
কাছে পাওয়ার দুখ।।।

সংসারের সকল কলহ
সকল সংশয়,
সিংহভাগই তৈরির কারণ
সন্দেহ থেকেই হয়।।।