সন্ধ্যা ভরা নদী তীরে
যখন পাখিরা ঘরে যায় ফিরে
আমি একা বসে আছি
স্বপ্ন বুনি তোমা ঘিরে।।।

হৃদয় নীরে যতন করে
রেখেছি আমি যে পাখিটিরে
বসে আছি প্রতিক্ষায়
কখন আসে সে পাখি ফিরে।।।

বেলা গেলো, সন্ধ্যা হলো
থেমে গেলো সে কোলাহল,
হঠাৎ দেখি, শূণ্য আকাশের কোণে
আসিতেছে একঝাঁক পাখির দল।

তাদের পশ্চাতে আমি চেয়ে দেখি...
আসিতেছে অতি বেগুনীরশ্মীর
আভায় প্রজ্জ্বলিত,
হলুদ বর্ণ সম্বলিত সেই পাখি
আসিতেছে ফিরে...
আমি আবার স্বপ্ন বুনি
তোমাতে ঘিরে।।।