পৃথীবির সকল জাতির, সকল মানুষ
জাতি-ধর্ম নির্বিশেষে,
পরিবার পরিজনকে নিয়ে
থাকি যেনো ভালো,
করে এই ধরনী আলো
প্রভুর নিকট এই মোর প্রার্থনা--
সবাই একসাথে চলো,
ধরতে হবে রশি
শক্ত করে দুটি হাত,
দিতে হতে টান
বলে জয় জগন্নাথ।
ধীরে ধীরে যাবে রথ
মনে সবাই থেকো সৎ,
পবিত্র মনে করো প্রার্থনা
তাহলে তা বৃথা যাবে না।
প্রভু আমার নিরপেক্ষ
সকল দান করে সুক্ষ্ম,
বণ্টন সকলকেই করবে
মনোবাঞ্ছা পূর্ণ সবারই হবে।
খুশির খরব তাই
চলো সবাই যাই।
আষাঢ় মাসের ১৮ তারিখ
দিনক্ষণ করে নীরিখ
আসলো শুভ দিন,
উপবিষ্ট হলো মধুরক্ষণ,
আনন্দে যোগ হলো
নতুন এক মাত্রা,,,
আজ আমাদের শুভ রথযাত্রা।।।