সবটুকু রঙের মাধুরী তুমি,
রং তুলির পূর্ণ মুখ।
পুরো ক্যানভাসের ভূমি তুমি,
সারা জীবনের সুখ।।

আঁধার ঘরের প্রদীপ তুমি,
সন্ধ্যে বেলার আলো ।
পূর্ণিমারই চাঁদ তুমি,
অমাবস্যায় জ্বেলো।।