রনাঙ্গনা যোদ্ধা তুমি,
পরনে যোদ্ধাবেশ।
শত্রুর চোখের যম তুমি,
মুক্ত শুষ্ক কেশ।

মিত্রের মনের ভরসা তুমি,
সৈন্যের বাহুর বল।
সঙ্কটে মনে ভরসা রেখো
রেখো আস্থা অবিচল।।।