বাদর, পেঁচা, হায়না, কুকুর
যেটাই বলো, সেটাই শুনতে রাজি,
সবচাইতে সুখ পাইগো আমি
বললে তুমি পাঁজি।।।
বসন্ত এলো নতুন সাজে
সেজে বৃক্ষরাজি,
বসন্তের সুখ পাইগো আমি
বললে তুমি পাঁজি।।।
চৈত্র্যের প্রখর রোদের অগ্নিশিখা
সইতে আমি রাজি,
নিজের ভেতর বীলিন করবো
বললে তুমি পাঁজি।।।