আকাশ পানে চেয়ে দেখি
সাদা সাদা বক,
বকের সাদায় মুগ্ধ হয়ে,
মনের ভেতর এঁকে ফেলি, মনের অজান্তে,
এক অতি চঞ্চলতায়,  
তোমার মুখের ছক।

জীবনজুড়ে থেকো তুমি
হয়ে বকের ন্যায় সাদা,
সকল ব্যাথা যন্ত্রনায়, সুখে-দুখে
করবো জীবন অতিবাহিত
দু’জনে একসাথে,
যে যতই দেক না কেন বাঁধা।

জীবনের বাঁধা থাকবেই সারাক্ষণ
তবুও নেই কোনো সমস্যা,
পূর্ণীমা তো আসেই ফিরে
কেটে গেলে অমাবস্যা।।।