খুব বেশি পড়ছে তোমায় মনে
হঠাৎ কেমন যেন মনে হলো
অন্যমস্ক খেয়ালে আঙ্গুলি দিলাম নয়নে
বুঝতে পারলাম, জল জমে আছে তাহার কোণে।
বড্ড খারাপ লাগছে এই দূরন্ত মনটা,
মস্তিষ্কটা কোনো কিছুই স্থির করতে পারছে না।
দমকা হাওয়ার মতো অসম্ভব এক ভালো না লাগা কাজ করছে
হঠাৎ বুঝতে পারলাম
তোমার জন্য ভালোবাসাগুলো
গগণ সমান অভিমান নিয়ে
জমাট বেধে আছে মস্তিষ্কের কোণে।
কখনো ভেবে দেখেছিলে কী তুমি?
তোমার জন্য বরাদ্দকৃত এই অগণিত প্রেমের কি হবে পরিণতি।
যদি তুমি দূরে চলে যাও।
অনুভব করেছিলে কি?
সেই শেষ সময়ে,
যখন তুমি তোমার বাগদান করছিলে
অন্য এক ব্যক্তিকে।
যাকে তুমি অপরিপক্ব সিদ্ধান্তের বসে গ্রহণ করে নিলে।
কি হবে, কতটুকু বিষাদের মরুভূমিতে পরিণত হবে আমার সময়,
আমার আর্তনাদের গভীরতা।
সীমাহীন, রুদ্ধকর, শুষ্কতা সম্বলিত নিঃশ্বাস কি নিতে পারবো আমি?
না।।।
তুমি ভাবো নি।
ভাবো নি তুমি কোনো পরিস্থিতিতে, কোনো খনে।
কতটুকু জল অজান্তে জমে জমে, থেকে থেকে
ক্রমান্বয়ে ঝড়ে যাবে,
একাকীত্বময় নিঃসঙ্গতায় নতুবা ব্যস্ততা বিজড়ীত কর্মক্ষণে।।।