নববর্ষের এই দিনে
অনেক বেশি পরছে মনে
হৃদয় ঘন্টা বেজে উঠছে
স্মরণ করার ক্ষণে ক্ষণে।।।

নববর্ষের এই দিনে
সাধ্য নেই দেবার আমার
মনের মতো উপহার,
দিলাম তোমায়,
একগুচ্ছ সাদা গোলাপের
আর অনেকগুলো শুভেচ্ছা
আমার হৃদয়ের ভালোবাসার।।।।

নববর্ষের এই দিনে
অনেক বেশি পড়ছে মনে,
ভালো থেকো সবসময়,
ঈশ্বর যেনো কাটিয়ে দেয়
তোমার জীবনের সকল সংশয়।।।