তুমি আমার স্নিগ্ধ সকাল
খড়স্রোতা দুপুরের রোদের হাসি,
গলা ছেড়ে বলতে চাই,
ওগো আমি তোমায় ভালোবাসি।
জানি তুমি কী বলবে,
আমি বলবো,
আমি তোমায় ভালোবাসি
তুমি বলবে হুম।
হঠাৎ বলবে তুমি,
একদিন আমারও সময় আসবে,
সেদিন আমি বলবো,
আর তাইতো জমিয়ে রাখছি।
কিন্তু কি বলবে?
জানি না।
জানি না শুনতে পারবো কি
তোমার সেই, স্বর্গের ভেতরে বিরাজিত
পক্ষ্মীর ন্যায় কোলাহোলকৃত শীষ।
জানি না।
অপেক্ষায় থাকলাম সেই ক্ষণের।
শোনার জন্য সেই মুখনিঃসৃত ধ্বনি।