হারানো সে স্বপ্নগুলো যদি ধরা দিত
বুকের মাঝের শূণ্যস্থান পূরন হয়ে যেত।
বুকের মাঝে হাজার ক্ষত করছে জালাতন
পুরোনো স্মৃতি জেগে উঠলে আঁতকে ওঠে মন।
কর্ম যজ্ঞের শেষে যখন থাকি নিরিবিলী
বিভোর হয়ে তোমাতে, নিজেকে হারিয়ে ফেলি।
মন বলছে,
অনেক বেশি কষ্ট পেয়েছ তুমি
আর কেউ নয়,
সেটির জন্য শুধুই দায়ী আমি।
চাইনি আমি বলতে,
ওমন নিষ্ঠুর কথা
ভূত ভবিষ্যৎ ভেবে আমি,
পেয়েছি মনে ব্যাথ্যা।
হঠাৎ করে দুর্ঘটনায়
যদি মরণ হয়।
দোহাই লাগে
মনের মধ্যে রেখো না সংশয়।
প্রশ্ন করো না নিজেকে তুমি,
বাসতাম কি তোমায় ভালো,
মৃত্যু বাড়ির আঙিনা থেকেও
অকাতরে নিঃস্ব আমি,
করে যাবো তোমার জীবন আলো।