সন্ধ্যে বেলায়, মা বলেছিল, খোকা কোথায় যাচ্ছিস?
মা চিল্লাইও নাতো।
চকবাজার যামু, বন্ধুর লগে কাবাব খাইতে।
কি বলিস!!
আজ খোকা যাসনে
টানছে না আমার মনে,
খোদা না করুক
কোন বিপদ
ঘটে কোন ক্ষণে।
মা তুমি চিল্লাইও না তো।
মায়ের মন বুঝবি কিরে
কষ্টের ফসল তোরা,
তোদের জন্য আমাদের মন থাকে
সদা আতংকেতে ভরা।
ধূর মা যাওতো।
চকবাজার যাবো
আর বন্ধুরা মিলে খাবো কাবাব,
মা : হে মোর খোদা হয় না যেন
আমার জীবনে কখনো
এই তোর অভাব।
এবার কিন্তু বেশি হচ্ছে মা।
ঠিক আছে যা,
তারাতারি আসিস ফিরে,
আসবো গো মা, আসবো।
তুমি নিশ্চিন্তে যাওতো এবার ঘরে।
মা যাই।।।
আহ্ খোকা,,, যাই বলতে নেই,
খোকা : হা হা হা।
মনটা কেমন কু ডাকছে,
চোখের পাতা কাঁপছে,
চকবাজারের মৃত্যুগুহা
মায়ের খোকাকে ডাকছে।
প্রথমে মিডফোর্ড,
তারপর মৌলভীবাজার,
বন্ধু আইয়া পরছি,
একটু পরে চকবাজার।
হ মামা, অনেক জ্যাম,
চল হাইট্যা যাইগ্যা,,,
ধূর হালা, পোরাকপাইল্যা,
তুই একটা মাইগ্যা।
রিক্সা থেকে নাইমা আমি,
খামু সুলতান মিয়ার কাবাব,,,
(রিক্সায় বসে থাকা অবস্থায় ঘটলো সে ভয়ানয় বিস্ফোরন। আর তাদের রিক্সা থেকে নামা হলো না। সেখানেই ভয়ানক আগুনে ফুলকিতে বন্ধুদের সাথে খোকাও কাবাব হয়ে গেল।)
হে খোদা কাবাবের ঘোরে হয়ে গেল
মায়ের জীবনে খোকার অভাব।
তারিখ : ২০/০২/২০১৯
রোজ বুধবার।
সময় ৯.৩০ - ১০.০০ [জাতির জন্য ভয়ংকর]