একলা নদীর বয়ে চলা
নানান রকম বাঁকে।
মোহনায় যেতেই হবে
একটা লক্ষ্য থাকে।
চলার পথে চলতে নদীর
যদি আসে বাঁধা।
একূল-ওকূল ভেঙে দিয়ে সে
পাড় করে দেয় কাঁদা।
পাড় ভাঙতে তার,
লাগে না ভালো
তবুও ভেঙে ফেলে।
বুকের ভেতর ঝড় উঠে যায়
আমার মহারানীর মন-মূর্ছা গেলে।
নদীর যেমন লক্ষ্য থাকে
মোহনাতে যাওয়া,
আমার তেমন লক্ষ্য রে তাই
তোমায়,
নিজের করে পাওয়া।